সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন

ডা শিপুর কৃতিত্বে উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপির অভিনন্দন

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩৪০ এই পর্যন্ত দেখেছেন

ডা. শিপুর কৃতিত্বে উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি অভিনন্দন জানিয়ে এক বার্তা প্রেরণ করেছেন।

বার্তায় এম এ শহীদ এম পি বলেন, আমার রাজনৈতিক সহকর্মী বন্ধুবর প্রয়াত আব্দুন নুর মাস্টার এর কনিষ্ঠ পুত্র স্নেহাপদ অনুজ সিলেটের কৃতি সন্তান ডা কামরুল ইসলাম শিপু যুক্তরাজ্যে দ্য ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে ভ্যাকসিন গবেষনায় কর্মরত। বাংলাদেশের তরুন এই চিকিৎসক ডা. কামরুল ইসলাম শিপু, পৃথিবীসেরা বিশ্ববিদ্যালয়, দ্য ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের বিখ্যাত ভ্যাকসিন গবেষনা প্রতিষ্টান “অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ”-এ সম্মানজনক ক্লিনিক্যাল রিসার্চ ফেলো ইন ভ্যাকসিনোলজি পদে নিয়োগ পেয়েছেন।

অদ্য ডা: কামরুল ইসলাম শিপু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গুরুত্বপূর্ণ দুইটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের লিড ফিজিসিয়ান হিসেবে কাজ করছেন।

উল্লেখ্য, ডা. শিপু এর আগে খ্যাতনামা বিশ্ববিদ্যালয় “দ্য ইউনিভার্সিটি অব এডিনবরা” থেকে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়ে “মাস্টার্স ইন ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এন্ড ইনফেকসাস ডিজিস” সম্পন্ন করেন। এছাড়াও সে ব্রিটেনে চিকিৎসাসেবা দেয়ার জন্য জেনারেল মেডিকেল কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ন হয়ে ইউনাইটেড কিংডমে একজন রেজিষ্টার্ড চিকিৎসক হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ডা.কামরুল ইসলাম শিপুর এমন সাফল্যে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি  মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল,কমলগঞ্জ উপজেলা) তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন আমি গর্বিত, আশাবাদ ব্যক্ত করছি  তার সাফল্যের ধারা অব্যাহত থাকুক ।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102