রোববার (২৭ আগষ্ট) পঞ্চগড় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন,
জেলা প্রশাসন এবং সর্বস্তরের লোকজনের সহযোগিতায় পঞ্চগড় জেলার উন্নয়নে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছি।
সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যোবায়েদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কনক কান্তি দাস, সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, বোদা পৌরসভার মেয়র আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা এ টি এম সারোয়ার হোসেন, কমিটির সদস্য জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সফিকুল আলম প্রমুখ।
সভায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন এবং অচল সিসিটিভিগুলো সচল করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় মাদক, নারী শিশু পাচার, নারী শিশু নির্যাতন, ধর্ষণ, আত্মহত্যা, নিরাপদ সড়ক, দ্রব্যমূল্য, ভেজালমুক্ত খাদ্য, সীমান্ত নদীসহ সমতলে পাথর উত্তোলন, পরিবেশ বিষয়ে আলোচনা হয় এবং এসব কার্যক্রম বন্ধে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।