সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১১ পূর্বাহ্ন

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৬০ এই পর্যন্ত দেখেছেন

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশের আগামী দ্বাদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায় যুক্তরাজ্য।

রবিবার (২৭ আগস্ট) সকাল ১১ টা থেকে ১২ টা ১৫ মিনিট পর্যন্ত সিইসি কাজী হাবিবুর আউয়ালের সঙ্গে এক সৌজন্যে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন উৎসাহিত করে যুক্তরাজ্য। যাতে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে।

ukbdএর আগে রবিবার (২৭ আগস্ট) বেলা ১১টা নাগাদ সারাহ কুক ইসিতে যান।

গত এপ্রিলের শেষে দ্বায়িত্ব নেয়ার পরে এটিই সিইসির সঙ্গে কুকের প্রথম সাক্ষাৎ। এসময় সারাহ কুকের সঙ্গে হাইকমিশনের দুইজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102