সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৫ পূর্বাহ্ন

এবাদতকে ইংল্যান্ড পাঠাবে বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৫২ এই পর্যন্ত দেখেছেন

উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে টাইগার পেসার এবাদতকে ইংল্যান্ড পাঠানোর কথা জানিয়েছে বিসিবি। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, এ ব্যাপারে একটা পরিকল্পনা আছে। তবে পাঠাব বললেই তো আর পাঠানো যায় না। প্রস্তুতির একটা ব্যাপার আছে, অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে অন্যান্য যা আছে, আমরা ইংল্যান্ডে ডাক্তারের কাছে আবেদন করে রেখেছি। কিন্তু তাকে (এবাদত) পাঠাবো কি না এখনো নিশ্চিত না।

তিনি বলেন, প্রক্রিয়া চলছে, আমরা প্রস্তুত থাকছি। দরকার হলে যেন যেতে পারে। কিন্তু তাকে পাঠানোর ব্যাপারে এখনো আমরা সিদ্ধান্ত নেইনি। এটা ধরেন এই সপ্তাহের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে কি করবো না করবো। যদি যায় তার সঙ্গে কেউ না কেউ তো যাবে।

ঠিক কবে নাগাদ আবারো মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন এবাদত এমন প্রশ্নে দেবাশীষ বলেন, মেডিকেলের ব্যাপার তো এভাবে বলা না। ওর ওয়ার্কলোড বাড়ানোর সময় ব্যথা বেড়েছিল। এরপর এখন আবার রেস্ট দিয়েছি। এরপর আমরা আবার চেক করবো।

তিনি আরও জানান, এখন বলা কঠিন কবে মাঠে ফিরতে পারবে। রেস্টের পর ফিরবে, এজন্য বাইরের ব্যাপারটাও আমরা রেডি রাখছি। যদি প্রয়োজন হয় আমরা পাঠাবো। কারণ অ্যাপয়েন্টমেন্ট পেতে তো সময় লেগে যায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102