সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ পূর্বাহ্ন

ছাতকে আওয়ামী লীগের উদ্যোগে

গ্রেনেড হামলার প্রতিবাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৫৩ এই পর্যন্ত দেখেছেন
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা ও পৌর  আওয়ামীলীগের উদ্যোগে ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অংগ সহযোগি সংগঠন।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমদ চৌধুরী বলেন ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। তাদের লক্ষ্য ছিলো জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুনিয়ার বুক থেকে চিরতরে শেষ করে দেয়া। সেই ঘটনায় শেখ হাসিনা প্রাণে বেচে গেলেও জীবন দিতে হয়েছিল ২৪ জন নেতা কর্মীকে।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজী জয়নাল আবেদীন তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ(৫) আসনের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা, গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রি কলেজের ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা ভিপি আওলাদ আলী রেজা, সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজী আপ্তাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা সুন্দর আলী বুলবুল, কবির আহমদ, কাউন্সিলর হাজী নাজিমুল হক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউল সানি, সাবেক জেলা ছাত্রলীগ নেতা ও মুক্তিযোদ্ধা সন্তান হুমায়ুন কবির রুবেল, ছাতক সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী।
সভায় আরও বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য হাজী আপ্তাব উদ্দিন, আফিক আলী, আওয়ামী লীগ নেতা বাবুল পাল, প্রণয় কুমার আচার্য মুন্না, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জয়নাল আবেদীন, উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আজাদ মিয়া, চরমহল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন,  সৈদেরগাও-গোবিন্দগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক।
প্রতিবাদ সভার শুরুতেই এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা জামাল মিয়া, সাবেক কাউন্সিলর সুদীপ দে, দিলোয়ার হোসেন, আব্দুল হামিদ, শ্রমিকলীগ নেতা স্বপন তরফদার, আবু সামা, নরশিংপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনোহর আলী মনর, ছাতক উপজেলা যুবলীগ নেতা সৈয়দ ফজলে রাব্বি জনি, মিসবাহ আহমদ মিছহাক, আনোয়ার হোসেন, আব্দুল কাদির তালুকদার, এখলাছ মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান কাজল, জামায়েল আহমদ ফরহাদ, শামীম আহমদ, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রুবেল তালুকদার জনি, জেলা ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ তালুকদার, উপজেলা ছাত্রলীগ নেতা রানা মিয়া, হাফিজুর রহমান, জাকির হোসেন, মুজিবুল হক, শিমুল তালুকদার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ এবং গ্রেনেড হামলায় নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কারী হাফিজ সাইফুল ইসলাম।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102