ছাতক-দোয়ারাবাজার এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ৭৫ সালের ১৫ আগষ্ট বাঙালী জাতির ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়ের সূচনা হয়েছিল। ওই কালো রাতে ঘাতকচক্র, মানবতার শত্রুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধু ছিলেন,বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, বাংলা ও বাঙালীর অবিসংবাদিত নেতা।
তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। মুহিবুর রহমান মানিক এমপি শনিবার (১২ আগষ্ট) বিকেলে ছাতকের চেচান বাজারে ইয়াছিন বাগ ফাউন্ডেশন ও বীর মুক্তিযোদ্ধা নুরুল হক স্মৃতি পাঠাগারের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইয়াছিন বাগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এডভোকেট মোহাম্মদ শাহাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উপদেষ্টা আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য এডভোকেট মোঃ রাজ উদ্দিন, সিলেট জজ কোর্টের পিপি এডভোকেট নিজাম উদ্দিন, ছাতক উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবু শাহাদাত মোঃ লাহিন মিয়া, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালিন মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃএমদাদুল হক, সিলেট জজ কোর্টের আইনজীবি এডভোকেট আজমল আলী, এডভোকেট আখমল খাঁন, এডভোকেট আলা উদ্দিন, এডভোকেট মনিরুজ্জামান সেলিম, এডভোকেট সায়াদুর রহমান সায়াদ, এডভোকেট মাছুম আহমদ।
বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা নুরুল হক, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মুহিবুর রহমান তালুকদার টুনু, হাজী জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, শামিম আহমদ তালুকদার ও ফয়সল আহমদ লোকমান প্রমুখ।
নিউজ /এমএসএম