মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

এশিয়া কাপের দল ঘোষণা করেছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৯৯ এই পর্যন্ত দেখেছেন

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আসর। সে উপলক্ষে আজ শনিবার (১২ আগস্ট) ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দল থেকে বাদ পড়েছে মাহমুদল্লাহ রিয়াদ। তবে সুযোগ পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ওপেনার তানজীদ হাসান তামিম।

এছাড়াও স্পিনার নাসুম আহমেদ ও স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান টাইগারদের স্কোয়াডে ফিরেছেন। বাংলাদেশের হয়ে সর্বশেষ গত মার্চের আয়ারল্যান্ড সিরিজ খেলেন নাসুম। মেহেদী বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন এর আগের এশিয়া কাপে।

আজ সকালে এক সংবাদ সম্মেলনে আসন্ন টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দলে মাহমুদউল্লাহ রিয়াদের মতো আলোচনায় থাকা সৌম্য সরকারকেও দলে রাখেনি বিসিবি।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজীদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, মোহাম্মদ নাঈম ও নাসুম আহমেদ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102