সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে হুশিয়ার করেছেন মার্কিন এক ফেডারেল বিচারক।
২০২০ সালের নির্বাচনে তার পরাজয়ের ফল পাল্টে দেয়ার ষড়যন্ত্রের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে বিচার শুনানির আগে এ কথা হুশিয়ারি দেন ওই বিচারক। খবর বিবিসির।
বিচারক জানান, ট্রাম্প তার নির্বাচনী দল ও আইনজীবীদের মাধ্যমে স্পর্শকাতর কোনো তথ্য বা প্রমাণ জনসম্মুখে প্রকাশ করতে পারবেন।
এমনকি ট্রাম্প সাক্ষীদের ভয়ও দেখাতে পারেন- এমন শঙ্কা থেকেই বিচারপতি ট্রাম্পকে এ হুশিয়ারি দেন।
ওয়াশিংটন ডিসির আদালতে শুক্রবার ৯০ মিনিটের শুনানিতে বিচারক বলেন, ঐতিহাসিক মামলাটি স্বাভাবিক গতিতে চলছে। ট্রাম্প একজন ফৌজদারি আসামি।
অন্য আসামির মতো তার ওপরও বিধিনিষেধ থাকবে। রাজনৈতিক প্রচারণায় নিয়োজিত থাকার করণে তাকে আলাদা কোনো সুবিধা দেয়া হবে না।
অন্য সব সাধারণ আসামির ক্ষেত্রে যে নিয়ম মেনে চলতে হয়, ট্রাম্পের ক্ষেক্রেও একই নিয়ম থাকবে।
নিউজ /এমএসএম