হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেছেন
পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার তেতুলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হবিবর রহমান(৭০) বুধবার (৯ আগষ্ট) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেছেন।
ইন্না লিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজেউন।
তার মৃত্যুতে তেতুলিয়া সরকারি কলেজ পরিবার গভীরভাবে শোক প্রকাশ করে, জানায়, মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ আগষ্ট) কলেজের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
মরহুমের পারিবারিক সুত্র জানায়, তেতুলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হবিবর রহমান – বুধবার রাতে বুকে ব্যথায় অসুস্থ বোধ করলে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষনা করেন। তিনি তেতুলিয়ায় ২ নং তিরনই হাট ইউনিয়নের নাজিরা গছ গ্রামের কৃর্তি সন্তান। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে যানাজা বিকাল ৩:৩০টায় নাজিরাগছ পারিবারিক গোরস্থানে অনুষ্ঠিত হয়েছে।জানাযায় কলেজের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীসহ এলাকার বিপুল সংখ্যক মুসলিম অংশগ্রহণ করেছেন।