শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

বিশ্বকাপে বাংলাদেশের ৩ ম্যাচের সূচিতে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১১৫ এই পর্যন্ত দেখেছেন

বিশ্বকাপের ৯ ম্যাচের সূচিতে পরিবর্তন আনলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের তিনটি ম্যাচের সূচিতে এসেছে পরিবর্তন। ৯ ম্যাচের কোনোটিতেই ভেন্যু পরিবর্তন হয়নি। কোনোটার ম্যাচের দিন এগিয়ে আনা হয়েছে। কোনোটার পেছানো হয়েছে। আবার কোনো ম্যাচে দিবারাত্রির পরিবর্তে কেবল দিন করা হয়েছে।

১০ অক্টোবর ধর্মশালায় দিবারাত্রির ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও ইংল্যান্ডের। সেই ম্যাচটি এখন দিনের আলোয় অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে ম্যাচটা শুরু হবে।

এছাড়া ১৪ অক্টোবর চেন্নাইয়ে ছিল নিউ জিল্যান্ড ও বাংলাদেশের ম্যাচ। ম্যাচটা একদিন এগিয়ে আনা হয়েছে। আগের সূচিতে ম্যাচটা দিনের ছিল। এখন হবে দিবা-রাত্রির।

১২ নভেম্বরে পুনেতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। দিনের আলোতেই দুই দল বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102