উদ্যোক্তারাই দেশের বাতিঘর এই প্রতিপাদ্যে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নারী উদ্যোক্তাদের মিলন মেলা, আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলায় জেলা পরিষদ ডাক বাংলো হলরুমে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়৷
মিলন মেলা ও আলোচনা সভায় নারী উদ্যোক্তা এমি আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নারী ফোরামের সভাপতি ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা আইরিন নাহার, নাহিদা সুলতানা, স্বপ্না জাহান, জান্নাতুল ফেরদৌস উইলি ও ফারজানা মুনমুন প্রমুখ৷ পরে অতিথিরা জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়৷
এদিকে মিলন মেলামেলা ঘিরে সকাল থেকে বিভিন্ন খেলাধুলা, লাকীকূপন শেষে পুরস্কার বিতরন করা হয়।