রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার

ঠাকুরগাও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৪৩৫ এই পর্যন্ত দেখেছেন
মঙ্গলবার (১ আগস্ট) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানা, রাণীশংকৈল থানা, হরিপুর থানা, পীরগঞ্জ থানা পরিদর্শন করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
জেলার বিভিন্ন থানা পরিদর্শন কালে নবাগত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক’কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছায়  অভিনন্দন জানান। এ সময় পুলিশ সুপার বিভিন্ন থানার পক্ষ থেকে সালামি গ্রহণ করেন। থানা পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন তিনি।
পরিদর্শনকালে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি, সিডিএমএস এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও অবৈধ সমাবেশ মোকাবেলায় পুলিশ কর্তৃক শক্তি প্রয়োগ সংক্রান্ত আইনানুগ নিয়মসমূহের প্রতিপালন, পুলিশের কল্যাণ, বিট পুলিশিং, থানা কম্পাউন্ডের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি গাড়ির বিধি মোতাবেক ব্যবহার, যথানিয়মে ইউনিফর্ম পরিধান করা, থানা প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনাও প্রদান করেন তিনি।
‘থানাকে জনগণের আস্থার আশ্রয়স্থল’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভুক্তভোগী, সেবাপ্রার্থী, ভিকটিমসহ কেউ যাতে সেবা বঞ্চিত না হয় বিষয়টি নিশ্চিত করার জন্য অফিসার ইনচার্জদেরকে নির্দেশ প্রদান করেন নবাগত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
পরে থানায় কর্মরত সকল অফিসার ও পুলিশ ফোর্সের জন্য “শুভেচ্ছা উপহার” প্রদান করেন  পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
থানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোছাঃ লিজা বেগম, বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ শেখ, হরিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম, রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ মোঃ পুলিশ পরিদর্শক মোঃ গুলফামুল ইসলাম প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102