ডিসেম্বর ২০১৮ পরবর্তী প্রায় চার বছর ৭মাস পরে বুধবার (২ আগস্ট’) রংপুর আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পঞ্চগড় জেলা নিয়ে দেবীগঞ্জ, বোদা,আটোয়ারি, সদর পঞ্চগড়, তেতুলিয়ায়সহ ৫ টি উপজেলা আওয়ামী নেতা-কর্মীদের মাঝে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা দিয়েছে।
ইতিমধ্যে রংপুর জিলা স্কুল মাঠে এ বিভাগীয় জনসমাবেশে যোগ দিতে রাতভর গাড়িবহর নির্দিষ্টকরণ, ৪৩ টি ইউনিয়নের নির্দিষ্ট স্টপেজ থেকে নেতা-কর্মীদের নিয়ে যাত্রাকালে আপ্যায়ন ও শৃঙ্খলা রক্ষার গুরু দায়িত্ব পালনে ব্যস্ত নেতা-কর্মীরা।
একটি সূত্র জানায়, বিভাগীয় সমাবেশে যোগ দিতে এরই মধ্যে পঞ্চগড় চার শীর্ষ নেতাদের গাড়িবহর প্রস্তুত। এর মধ্যে রয়েছে,
জেলা আওয়ামী লীগের সভাপতি পঞ্চগড় -১ (পঞ্চগড় -২) আসনের জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন
পঞ্চগড় -১ জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান, তেতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি আব্দুল লতিফ তারিন এবং জেলা আওয়ামী লীগের সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাঈমুজ্জামান মুক্তা। তাদের নিজ নিজ গাড়ি বহরে থাকছে বিভিন্ন ধরনের যানবাহন। বাস-কার-মাইক্রোর ক্রমানুসারে তাদের বহরে রয়েছে ৫০ টি ছোট-বড় যানবাহন।
সূত্র জানায়, বুধবারের বিভাগীয় সমাবেশে গোবিন্দগঞ্জ থেকে প্রায় ৩০ হাজার নেতা-কর্মী রংপুরে যাবেন। সেই সাথে নেতা-কর্মীদের জন্য থাকছে পানি ও খাদ্য সরবরাহের সু-ব্যবস্থা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর সফরের নির্দিষ্ট তারিখ ঘোষণার পরপরই এ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজারে প্রস্তুতিমূলক একাধিক সমাবেশ করেছেন নেতা-কর্মীরা। তাদের আহ্বানেই প্রত্যন্ত অঞ্চলের কর্মী-সমর্থকরা বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে রংপুরের সমাবেশে যোগ দিচ্ছেন।