মুক্তিযুদ্ধের ‘জয় বাংলা, বাংলার জয়’ গানে শুরু হয়েছে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশ।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টা ১৫মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি সমাবেশ শুরু হয়।
শান্তি সমাবেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে এসময় দলীয় নেতাকর্মীরা একই সুরে গাইতে থাকেন। মুক্তিযুদ্ধ ও দলীয় সঙ্গীত গেয়ে শুরু হয় সমাবেশ। মঞ্চে এসময় তিন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত হন।
অপরদিকে, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা যায়। সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা হাত নাড়িয়ে স্বাগত জানান মিছিলে আসা নেতাকর্মীদের।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।
এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।
নিউজ /এমএসএম