নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে র্যালী,আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও মাছের পোনা অবমুক্ত করনসহ নানা কর্মসুচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়নে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, তেতুলিয়ায় থানার পুলিশ অফিসার গোলাম কিবরিয়া, আওয়ামী লীগের সভাপতি মো; ইয়াসিন আলী মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুব আলী প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা।আলোচনা সভা শেষে ৩ জন মৎস্যচাষীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এরপর তেতুলিয়ায় উপজেলা পরিষদ সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেনও অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বৃন্দ।