একজন আফগান নারী বিচারক যুক্তরাজ্যের বিরুদ্ধে মামলায় বিজয়ী হয়েছেন যা এক যুগান্তকারী ঘটনা। ইয়োসরা নামের ৫৩ বছরের ওই নারী বিচারক আফগানিস্তানের বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বাঁচতে তার ছেলেকে নিয়ে পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন। ফলে যুক্তরাজ্য সরকার তাদের ‘আফগান স্থানান্তর এবং সহায়তা নীতি’র অধীনে এই আফগান নারী ও তার ছেলেকে পুনর্বাসনে রাজি হয়নি।
ইয়োসরা দুই দশক ধরে বিচারক হিসেবে কাজ করছেন। তিনি তার কর্মজীবনে তালেবান সদস্যদের হত্যা, অপহরণ, নারীর বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ, সন্ত্রাসবাদের অপরাধ এবং আফগান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের মতো অপরাধে জড়িত মামলার মতো বড় মামলাগুলোর বিচার কাজে নেতৃত্ব দিয়েছেন।
যুক্তরাজ্যে পুনর্বাসনের অনুমতি না পেয়ে তিনি এর বিরুদ্ধে আপিল করেন এবং দীর্ঘ লড়াইয়ের পর মামলায় বিজয়ী হন। ফলে ইয়োসরা এবং তার ছেলে আফগান নাগরিক পুনর্বাসন প্রকল্পের আওতায় যুক্তরাজ্যে পুনর্বাসনের অনুমতি পায়।
জানা যায়, সম্প্রতি মা-ছেলে যুক্তরাজ্যে পৌঁছেছেন এবং সেখানে তাদের আত্মীয়দের সঙ্গে মিলিত হতে পেরেছেন।
স্থানীয় সময় রবিবার (২৩ জুলাই) প্রকাশিত দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইয়োসরা যুক্তরাজ্যে তার পরিবারের সঙ্গে থাকতে পেরে আনন্দ প্রকাশ করেছেন।
ইয়োসরা বলেন, গত প্রায় দুই বছর আমরা সবচেয়ে কঠিন সময় পার করেছি। সময়ের সাথে সাথে যুক্তরাজ্যে আসার জন্য আমাদের ভিসা মঞ্জুর করার আশা হতাশায় পরিণত হয়েছিল। পাকিস্তানে আমাদের প্রাণ সংশয় এবং নানা নিষেধাজ্ঞা সব মিলিয়ে আমরা মানসিকভাবে একেবারেই ভেঙ্গে পড়েছিলাম। তবে অবশেষে আমরা যুক্তরাজ্যে আমাদের পরিবারের সঙ্গে মিলিত হতে পেরে আনন্দিত।
ইয়োসরার এই জয় পাকিস্তানে লুকিয়ে থাকা আরও অনেক দুর্বল আফগানদের জন্য পথ প্রশস্ত করেছে। এর ফলে আরো অনেক অসহায় আফগানিরা যুক্তরাজ্যে পুনর্বাসন করতে পারবে বলে মনে করা হচ্ছে।
যুক্তরাজ্যের একজন সরকারী মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি জানান, যদিও আমরা পৃথক মামলার বিষয়ে মন্তব্য করি না, তবে আমরা নারী বিচারকসহ আফগানিস্তান থেকে পালিয়ে আসা দুর্বল এবং ঝুঁকিপূর্ণ লোকদের সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ পর্যন্ত প্রায় ২৪ হাজার ৫০০ জন অসহায় মানুষকে যুক্তরাজ্যে নিয়ে এসেছি।
আমরা সমমনা অংশীদারদের সঙ্গে এবং আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলির সঙ্গে পুনর্বাসনের বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছি এবং যোগ্য ব্যক্তিদের নিরাপদে নিয়ে আসার জন্য কাজ করছি।
নিউজ/এম.এস.এম