রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন

মাইনুল হোসেন খান নিখিল

শেখ হাসিনার ‘কমিউনিটি ক্লিনিক’ প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠায় বৈশ্বিকভাবে স্বীকৃত

ইউকে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৮৫ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মডেল প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবনী নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি বলে উল্লেখ করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। তিনি শনিবার (২২ জুলাই) শাহ আলী থানার অন্তর্গত ৮ নং ওয়ার্ড এর কমিউনিটি সেন্টারে বিনামূল্যে ফ্রি হেলথ ক্যাম্প ২০২৩ এ প্রধান অতিথি হিসেবে একথা বলেন।

যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, বিশ্বের প্রশংসা পাচ্ছে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক।‌স্বাস্থ্যসেবায় দেশের সক্ষমতার নাম কমিউনিটি ক্লিনিক। যার মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে স্বাস্থ্যসেবা। কমিউনিটি ক্লিনিকের এই সাফল্য এখন আন্তর্জাতিক অঙ্গনেও নজর কেড়েছে। পেয়েছে জাতিসংঘের স্বীকৃতি।

ঢাকা ১৪ আসনের প্রতিটি ওয়ার্ডে ফ্রি হেলথ ক্লিনিক করার মাধ্যমে অসহায় জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের অঙ্গীকার করে যুবলীগ সাধারণ সম্পাদক আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102