শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন

ফারজানার ইতিহাস গড়া সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৭১ এই পর্যন্ত দেখেছেন

টাইগ্রেসদের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির ইতিহাস গড়লেন ফারজানা হক পিংকি। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে শতক উপহার দিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

ওপেন করতে নেমে ইনিংসের শেষ বলে রান হওয়া ৩০ বছর বয়সী ব্যাটার ১৬০ বলে ৭ চারে ১০৭ রানের ইনিংস খেলেছেন। ৯৭ বলে ফিফটি পূরণের পর ১৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

ফারজানার এদিনের ইনিংসের আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ছিল সালমা খাতুনের। ২০১৩ সালে ভারতের বিপক্ষে অপরাজিত ৭৫ রান করেছিলেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি রয়েছে ফারজানার।

২০১৯ সালের ৫ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। একই ম্যাচে শতক হাঁকান নিগার সুলতানা জ্যোতি। টি-টোয়েন্টি এখন পর্যন্ত বাংলাদেশের সেঞ্চুরি এই দুটিই।

এদিন ফারজানার সেঞ্চুরিতে ভারতকে ২২৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

সব মিলিয়ে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

তিন ম্যাচ সিরিজের এই ম্যাচটি অঘোষিত ফাইনাল বলা চলে। সিরিজে ১-১ সমতা থাকায় এ ম্যাচের ফলে নির্ধারণ হবে সিরিজ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102