শনিবার (১৭ জুন) জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দক্ষিণ সুরমার মোগলাবাজার রেবতীরমণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় দরিদ্র ১৭টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এনামুল কবির, ট্রাস্টের নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মুসিক, আশরাফুল ইসলাম ইমরান, আব্দুল মোমিন, মোঃ শাহাব উদ্দিন শিহাব, শাহজাহান মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট অসংখ্য সামাজিক সেবামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে। আলহাজ্ব আব্দুল মজিদ (লাল মিয়া) ও রাবেয়া তাহেরা মজিদ এর গঠিত জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট সবসময় গরীব, অসহায় মানুষের পাশে থাকবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।