শরিফুল রাজ ও পরীমণি দু’জনে এখন দুই মেরুর বাসিন্দা। তবে একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্য মাঝে মধ্যেই এক হন তারা। গেল ক’দিন আগে রাজ্যের ১০ মাস পূর্তিতে এক হয়েছিলেন এই তারকা দম্পতি। কেক কাটার অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই পরীর বাসা থেকে বেরিয়ে যান রাজ। অনুষ্ঠানিক ‘বিচ্ছেদ’ না হলেও, একসঙ্গে থাকছেন না রাজ-পরী। ফলে বাবা হিসেবে ছেলের কাছাকাছি থাকার সুযোগটাও কমে গেছে রাজের!
আর সেই কথা স্মরণ করেই বিশ্ব বাবা দিবসে পরী লিখেছেন তার ফেসবুকে। তার কথায়, ‘এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোন স্মৃতি খুঁজে পাচ্ছ না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোন মেমোরিজ-ই থাকবে না! অবশ্য তোমার তো তোমার মায়ের সঙ্গেও নেই সেসব। যত আবার ফ্রেন্ডিদের সঙ্গে আছে! লুজার। মা-বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা ছেলের গলা ধইরা।
এদিকে, রাজ-পরীর সংসার জীবন ভালো যাচ্ছে না- এমন খবর প্রকাশ্যে আসার পর অনেকেই বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলেন। জানা যায়, পরীর পক্ষ থেকে মত পাওয়া গেলেও রাজের বক্তব্য ছিল ভিন্ন। রাজ জানিয়েছেন, তিনি আর পরীর সঙ্গে সংসার করবেন না। আর এ নিয়ে দু’জন পৃথকভাবে কথাও বলেছেন বিভিন্ন সংবাদমাধ্যমে।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন শরিফুল রাজ-পরীমণি। তখন তারা দুজনই ‘গুনিন’ সিনেমার কাজ করছিলেন। তবে চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। তখনই জানা যায়, তাদের বিয়ের খবরটি।
নিউজ /এমএসএম