ফান্সের দক্ষিণে পাহাড়ি অঞ্চলে গতকাল শনিবার দেশটির সামরিক এক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই সেনাসহ তিনজন নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী ও আঞ্চলিক প্রসিকিউটর এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
আঞ্চলিক গভর্নর প্যাট্রিক ক্যামবেরু এএফপিকে বলেন, গনফারন গ্রামের কাছে বিধ্বস্ত হওয়া বিমানের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে ক্রিমিনাল ও ফরেনসিক তদন্তকারীরা উপস্থিত ছিলেন।
ফ্রান্সের দক্ষিণাঞ্চলের সেনাবাহিনীর কমান্ড জানিয়েছে, নিহত তিনজনের মধ্যে দুজন নিকটবর্তী ২য় কমব্যাট হেলিকপ্টার রেজিমেন্ট প্রশিক্ষণ ঘাঁটির সেনা ছিলেন।
স্থানীয় দমকলকর্মীরা বলেছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় তাদের ডাকা হয়েছে। এই ঘটনায় আশেপাশে আগুন ছড়িয়ে পড়ে তবে দ্রুত না নেভানো হয়।
নিউজ /এমএসএম