শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ নেতৃবৃন্দের

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাথে সৌজন্য সাক্ষাৎ

ইউ কে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন
বুধবার (১৪ জুন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশেষ সহকারী, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাথে  সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর নেতৃবৃন্দের  সৌজন্যে সাক্ষাৎ সিলেট মহানগরীর একটি  হোটেলে অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া রাষ্ট্রীয় কাজে সিলেট আগমনে স্বাগত জানাতে হোটেলের কনফারেন্স হলে সমবেত হন সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ। সৌজন্য স্বাক্ষাতে উপস্থিত ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহিদুল ইসলাম, উপদেষ্টা অধ্যাপক বরণ চৌধুরী, যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া,  লিটন বড়ুয়া, শিমুল মুৎসুদ্দী, দিলু বড়ুয়া, সেবু বড়ুয়া প্রমুখ।
সাক্ষাৎ কালে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে চলেছেন আপনারা। যাহা বর্তমান সরকার তাহা অবগত আছেন।
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দুটি পাতা, একটি কুঁড়ির সম্প্রীতির পুণ্যভূমি সিলেটে প্রতিষ্ঠিত সিলেট চট্টগ্রামের কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারন করা এগিয়ে চলা সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা ও মানবিক কাজের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করে ফাউন্ডেশনের সবাই ধন্যবাদ জানান।
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102