রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে লন্ডনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত আল্লাহর ওয়াস্তে মানুষের খেদমত করুন দেড় বছরেও চালু হয়নি বাল্লা স্থলবন্দর পঞ্চগড় রেললাইনের পাশ থেকে ধর্ষিতার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের উদ্যোগে চক্ষু শিবির ও খৎনা কর্মসূচি অনুষ্ঠিত পানি সেচকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০ ছাতকে তারুণ্যের উৎসবে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাঁশ হবে গুরুত্বপূর্ণ উপাদান- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বুধবার ফুলতলী ছাহেব ক্বিবলাহর ঈসালে সাওয়াব মাহফিল বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এসেছে ভারতের ১০৫ মেট্রিকটন চাল

বাংলাদেশের রেকর্ড জয়

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। ৫৪৬ রানের দাপুটে জয় পায় টাইগাররা। যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়। দেশের প্রায় ২৩ বছর ও ১৩৮ টেস্টের ইতিহাসে এর চেয়ে আর কোনো বড় জয় নেই।

এছাড়া সব মিলিয়ে প্রায় দেড়শ বছর ও আড়াই হাজার টেস্টের ইতিহাসে রানের হিসেবে এর চেয়ে বড় ব্যবধানে জয় আছে শুধুমাত্র ২টি। ১৯২৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৭৫ রানে জেতে ইংল্যান্ড। ছয় বছর পর ইংল্যান্ডকে ৫৬২ রানে হারায় অস্ট্রেলিয়া। অর্থাৎ টেস্ট ক্রিকেটে গত ৮৯ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলায় নামে দুদল। যেখানে আফগানিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায়। তৃতীয় দিন দলটি ৪৫ রানে ২ উইকেট হারিয়ে মাঠ ছেড়েছিল।

চতুর্থ দিন শুরুতেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করা আফগানদের তৃতীয় উইকেট তুলে নেন এবাদত হোসেন। দিনের তৃতীয় ওভারে নাসির জামালকে ব্যক্তিগত ৬ রানে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে পরিণত করেন এই পেসার।

এরপর আফগান শিবিরে জোড়া আঘাত করেন শরীফুল ইসলাম। এই বাঁহাতি পেসার প্রতিপক্ষের উইকেটরক্ষক আফসার জাজাইকে (৬) স্লিপে থাকা মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানান। পরে সাব হিসেবে নামা বাহির শাহকে (৭) তাইজুল ইসলামের ক্যাচে ফেরান তিনি।

আফগানদের ষষ্ঠ ও সপ্তম উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। রহমত শাহকে ব্যক্তিগত ৩০ রানে ফেরানোর পর করিম জানাতকে (১৮) বোল্ড করেন এই ডানহাতি।

মিরাজের ঘূর্ণি ডেলিভারি বড় শট খেলার চেষ্টায় ব্যাটে-বলে করতে পারেননি আমির হামজা হোতাক। বল তার গ্লাভস ছুঁয়ে হেলমেটে লেগে জমা পড়ে শর্ট লেগে দাঁড়ানো মুমিনুল হকের হাতে। আফগান হারায় অষ্টম উইকেট। যদিও বাংলাদেশের ফিল্ডারদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লে দেখে গ্লাভসে বল লাগা নিশ্চিত হন টিভি আম্পায়ার। ফলে বদলে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত।

লাঞ্চ বিরতির শেষ ওভারে ফের আঘাত হানলেন তাসকিন আহমেদ। তার ফুল লেংথ ডেলিভারি অফ ড্রাইভ করতে গিয়ে শর্ট মিড অফে ধরা পড়লেন ইয়ামিন আহমাদজাই। ডান দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিলেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে এলোমেলো বোলিং করা তাসকিনের চতুর্থ শিকার এটি। টেস্ট ক্যারিয়ারে এটিই তার সেরা বোলিং।

তাসকিনের খাটো লেংথের ডেলিভারি আঘাত করল আফগানদের শেষ ব্যাটার জাহির খানের বাহুতে। ব্যথায় কাতড়াতে কাতড়াতে উইকেট থেকে সরে গেলেন আফগান ব্যাটার। প্রাথমিক শুশ্রূষা নিয়েও আর খেলার অবস্থা ফিরে পেলেন না তিনি। আহত হয়ে মাঠ ছাড়েন জাহির। আর কোনো উইকেট না থাকায় বাংলাদেশ পায় ৫৪৬ রানের জয়।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৩৮২ রান করেছিল। পরে আফগানিস্তান প্রথম ইনিংসে ১৪৬ রানে অলআউট ফলো-অনে পড়ে। যদিও বাংলাদেশ প্রতিপক্ষকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে। সেখানে শান্তর ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি ও মুমিনুল হকে শতকে ৪ উইকেট হারিয়ে ৪২৫ রানে ইনিংস ঘোষণা করে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102