সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন

কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টার এর উদৌগে

রাইট অনারেবল লর্ড মেয়র ড. বাবলিন মল্লিক সংবর্ধিত

আতিকুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩৪৯ এই পর্যন্ত দেখেছেন
ওয়েলস এর রাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী কার্ডিফ কাউন্টি কাউন্সিলের রাইট অনারেবল লর্ড মেয়র ড. বাবলিন মল্লিক এর সম্মানে গতকাল কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টার কমিটির পক্ষ থেকে মসজিদ সেন্টারে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির চেয়ারম্যান আকতারুজ্জামান কোরেশি নিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস আই চৌধুরী বাবলুর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় লর্ড মেয়র ড. বাবলিন এর গর্বিত পিতা প্রবাসের মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক কমিউনিটি লিডার মোহাম্মদ ফিরোজ আহমদ সহ অন্যান্য  বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন লর্ড মেয়র এর স্বামী অধ্যাপক মল্লিক মোসাদ্দেক আহমেদ, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, বিশিষ্ট ব্যাবসায়ী আনা মিয়া, কমিউনিটি সংগঠক কাজি মোহাম্মদ শাহজাহান, কমিউনিটি সংগঠক গোলাম মর্তুজা, গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ওয়েলস এর সেক্রেটারি রকিবুর রহমান, লায়েক আহমেদ চৌধুরী, রুহুল আলম, সেলিম চৌধুরী, মুহিত মিয়া, নবপ্রজমের সন্তান তামজিদ আহমদ  ও ইসরা মাতেজাই প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মক্তব এর ছাত্র ইয়াসমিন খান ও সহকারী ঈমাম মিফতাউর রহমান কামিল এবং দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের ঈমাম ও খতীব বিশিষ্ট মাওলানা কাজি ফয়জুর রহমান।  কমিটির পক্ষ থেকে লর্ড মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান সেলিম চৌধুরী এবং শামিম চৌধুরী ।
উল্লেখ্য যে, মৌলভীবাজার জেলা সদরের কচুয়া আদর্শ গ্রামের মেয়ে ও সুনামগঞ্জের জগন্নাথপুর সৈয়দপুর গ্রামের পুত্রবধু  ড. বাবলিন মল্লিক ওয়েলসের রাজধানী কার্ডিফ সিটি কাউন্সিলের রাইট অনারেবল লর্ড মেয়র এর দায়িত্ব পালন করায়  তিনি বৃটেনের ওয়েলসের ইতিহাসে এই প্রথম দক্ষিণ এশিয়ার মধ্য থেকে মুসলিম নারী লর্ড মেয়র তিনি, যা বাঙালিদের জন্য আরেকটি সাফল্য অর্জনের মাধ্যমে নব ইতিহাস সৃষ্টি করেছেন।
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102