রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন

পুতিনের হাতে হাত রেখে কাজ করতে চায় কিম

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১২৬ এই পর্যন্ত দেখেছেন

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। সেই সঙ্গে পুতিনের ‘হাতে হাত রেখে’ কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। সোমবার (১২ জুন) রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে পুতিনকে অভিনন্দন জানিয়ে এক বার্তায় এসব কথা বলেন কিম । উত্তর কোরীয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ-এর বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমস এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করে উত্তর কোরীয় নেতা বলেন, “দুই দেশের নাগরিকদের যৌথ আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে এ সহযোগিতা জরুরি।

উত্তর কোরিয়ার নেতা তার বার্তায় আরো বলেন, ‘ন্যায়বিচার সর্বদা বিজয়ী হবে এবং রাশিয়ান জনগণ বিজয়ের ইতিহাসকে মহিমান্বিত করতে থাকবে।’ এছাড়া ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে মস্কোর প্রতি পিয়ং ইয়াং এর ‘পূর্ণ সমর্থন’ রয়েছে বলেও জানান কিম।

রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে পাঠানো বার্তায় কিম আরও উল্লেখ করেছেন যে, দুই দেশের মধ্যে বন্ধুত্ব একটি ‘মূল্যবান কৌশলগত সম্পদ’ হয়ে উঠেছে। কিম জং উনের মতে, তিনি পিয়ংইয়ং এবং মস্কোর মধ্যে ভাল-প্রতিবেশী সম্পর্ক এবং কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত।

সবশেষে পুতিনের সুস্বাস্থ্য এবং তার কাজের সাফল্যের পাশাপাশি রাশিয়ান জনগণের চিরন্তন সমৃদ্ধি, উন্নয়ন এবং বিজয় কামনা করেন কিম। এছাড়া শত্রু ভাবাপন্ন দেশগুলোর ক্রমাগত হুমকি মোকাবিলায় প্রেসিডেন্ট পুতিনের ‘সঠিক সিদ্ধান্ত ও দিকনির্দেশনার’ প্রশংসাও করেন উত্তর কোরিয়ার নেতা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102