শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১১৬ এই পর্যন্ত দেখেছেন

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মারা গেছেন। দেশটির মিলানে সান রাফায়েল হাসপাতালে ৮৬ বছর বয়সে সোমবার তিনি মৃত্যুবরণ করেন। ইতালীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

লিউকেমিয়ার ও ফুসফুসের সংক্রমণের জন্য চিকিৎসার জন্য গত এপ্রিলে হাসপাতালে ভর্তি হন তিনি। তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ ছিল। যা দীর্ঘদিন ধরে তদন্ত করে দেশটির প্রশাসন।

বারলুসকোনির মৃত্যুর সংবাদে টুইটারে শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটো। তিনি বলেন, বারলুসকোনির মৃত্যু একটি ‘বিশাল শূন্যতা’ তৈরি করেছে। টুইটবার্তায় তিনি আরও বলেন, একটি যুগের অবসান ঘটল… বিদায় সিলভিও।

ইতালির বৃহত্তম গণমাধ্যম কোম্পানির প্রতিষ্ঠাতা বারলুসকোনি। পরে তিনি ইতালির রাজনীতিতে যোগ দিয়ে অত্যন্ত প্রভাবশালী নেতায় পরিণত হন এবং পরে দেশটির প্রধানমন্ত্রী হন। সিলভিও বারলুসকোনি ১৯৯৪ সালে প্রথম ইতালির প্রধানমন্ত্রী হন। এরপর ২০১১ সাল পর্যন্ত দেশটির চারটি সরকারের নেতৃত্ব দেন তিনি।

বারলুসকোনি মধ্য-ডান ফোরজা ইতালিয়া পার্টির নেতৃত্বে ছিলেন। গেল সেপ্টেম্বরে নির্বাচনে তিনি উচ্চকক্ষ সিনেটে নির্বাচিত হন এবং তার দল প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অধীনে জোটে যায়।

ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধের জন্য ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছিলেন ইতালির সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি ছিলেন একজন দক্ষ রাজনীতিবিদ , যিনি তিন দশক ধরে ইতালীর রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102