আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জামায়াত মাঠে নামেনি, বিএনপি তাদেরকে মাঠে নামিয়েছে অগ্নিসন্ত্রাস করতে। বিএনপি আবার ক্ষমতায় গেলে বিদ্যুতের পরিবর্তে খাম্বা আসবে হাওয়া ভবন তৈরি হবে। বিদ্যুতের সংকট সাময়িক, কিছুদিনের মধ্যে কেটে যাবে।
শনিবার (১০ জুন) বিকেলে নিকুঞ্জ খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির মাথায় তিন ভূত- তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ আর পার্লামেন্ট। শান্তিপূর্ণ পরিবেশ চাইলে তাদের মাথা থেকে এই তিন ভূত নামাতে হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জ্যোতিষীর মতো কথা বলে, ভোট হলে দশটিও পাবে না। আগে বলেছিল একশো বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। তাদে সেই কথাটাও মিথ্যা হয়েছিল। যে ঐক্যে মানুষ নেই সেই আন্দোলনে রূপ নিতে পারে না। টেমস নদীর পারে বিদেশে বসে ষড়যন্ত্র নয় সাহস থাকলে দেশে এসে মোকাবিলা করুন। দুর্নীতিতে যারা বারবার চ্যাম্পিয়ন হয়েছে তাদের বিরুদ্ধে খেলা হবে।
আওয়ামী লীগ দুইবার প্রতারণা করেছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার পদত্যাগ করলে বিএনপি কার সঙ্গে সংলাপে বসবে? ফখরুল অবান্তর কথা বলছে বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্রের অপচেষ্টা করছে। সরকার ভিসানীতিসহ কিছু নিয়ে শঙ্কিত নয়। অপকর্মের জন্য বিএনপিকেই খেসারত দিতে হবে। বিএনপিকে ষড়যন্ত্র বাদ দিয়ে মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফাউল করলে বিএনপির খবর আছে।
নিউজ /এমএসএম