হবিগঞ্জ শহর থেকে সিএনজি যোগে শ্বশুরবাড়ী যাবার সময় আবদুল্লাহ আল মাহবুব (২৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। রোববার (৪ জুন ) রাত আনুমানিক ১১ টায় হবিগঞ্জ শহরের শ্মশান ঘাট এলাকা থেকে বাহুবলের মিরপুরে যাবার পথে মাহবুব নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে মাহবুবের ভাই শাহারিয়ার গত ৭ জুন হবিগঞ্জ সদর থানায় এক একটি সাধারণ ডায়েরি দায়ের করেন (জিডি নং-৪৬২)। নিখোঁজ মাহবুব হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামের মৃত হোসেন আহমেদের পুত্র৷
মাহবুবের ছোট ভাই শাহারিয়ার জানান, ব্যাবসা প্রতিষ্ঠান থাকায় মাহবুব হবিগঞ্জ শহরের নোয়াহাটিতে বসবাস করতেন। সম্প্রতি ব্যাবসা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় প্রায়ই মিরপুরে শ্বশুরবাড়িতে থাকতেন মাহবুব। রবিবার ব্যাবসা প্রতিষ্ঠানের জন্য জমা দেয়া সিকিউরিটির প্রায় দুই লক্ষ টাকা ফেরত পাবার কথা ছিলো তার। রোববার রাতে ফোনে স্ত্রীকে টাকা পেয়েছেন বলে জানান তিনি। এ সময় সিএনজি যোগে মিরপুর শ্বশুর বাড়িতে ফিরছেন বলেও জানান তিনি। তারপর থেকেই নিখোঁজ রয়েছেন মাহবুব ৷
এ প্রসঙ্গে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তুজা বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। আমরা মাহবুবকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
নিউজ /এমএসএম