সম্প্রতি প্রকাশিত বই ‘ফিফটি ইয়ারস অফ বাংলাদেশ: অ্যাডভান্সেস ইন হেলথ’ এর প্রথম আন্তর্জাতিক মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানটি বাংলাদেশ হাইকমিশন এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের (এলএসই) সাউথ এশিয়া সেন্টার যৌথভাবে আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও এলএসইর অধ্যাপক ডেভিড লুইস দর্শক, শিক্ষাবিদ, চিন্তাবিদ ও প্রবাসী বাংলাদেশিদের স্বাগত জানান।
বইটির সিনিয়র সম্পাদক এবং এলএসইয়ের সাবেক ছাত্র অধ্যাপক মোশতাক চৌধুরী মুক্তিযুদ্ধকালীন চিকিৎসাসেবা, বাংলাদেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার ওপর এর প্রভাব, উর্বরতা ও মৃত্যুহার হ্রাস, পুষ্টিগত উন্নয়ন এবং আয়ুষ্কাল বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অর্জনের কথা তুলে ধরেন।
হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বর্তমান সরকারের অধীনে স্বাস্থ্যখাতে অগ্রগতির কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক দিনা বালানিকোভা এবং ড. নিকিতা অরোরা, স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস) এর অধ্যাপক মুশতাক খানসহ তিনজন শিক্ষাবিদ বক্তৃতা দেন।
আলোচনাকারীরা ইউনিভার্সাল হেলথ কভারেজ (ইউএইচসি) অর্জনের জন্য স্বাস্থ্য খাতে আরও বিনিয়োগের প্রয়োজনীয়তা অনুভব করেন। এলএসইয়ের সাউথ এশিয়া সেন্টারের ডেপুটি ডিরেক্টর ড. নীলাঞ্জন সরকারের সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
গত মে মাসের শেষ দিকে ঢাকায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
নিউজ/ যুক্তরাজ্য / কেএলি