শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

সোমালিয়ায় খেলার মাঠে বোমা বিস্ফোরণ, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৯১ এই পর্যন্ত দেখেছেন

সোমালিয়ার দক্ষিণের শহর কোরিওলেতে খেলার মাঠের পাশে পড়ে থাকা বোমা বিস্ফোরণে ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৩ জন।

শুক্রবার (৯ জুন) এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন জানায়, নিহতদের অন্তত ২৫ জনের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। এ ঘটনায় তদন্ত চলছে। খবর শিনহুয়া ও এএফপির।

স্থানীয় এক বাসিন্দা জানান, বিস্ফোরণটি শিশুদের একটি খেলার মাঠের কাছেই ঘটেছে। হতাহতের বেশিভাগই শিশু। খেলতে খেলতে কোনো একজন ভুলে বোমার ট্রিগার চাপলে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। নিহতদের বেশিরভাগ ঘটনাস্থলেই প্রাণ হারায়।

সোমালিয়ায় ২০০৪ সাল থেকে জঙ্গিবাদী আল-শাবাব গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে। ২০০৮ সাল নাগাদ তারা আত্মঘাতী হামলা ও গাড়ি বোমা হামলা চালানো শুরু করে দেয়।

একসময় দেশের বড় একটা অংশজুড়ে ছড়িয়ে পড়ে আল-শাবাব। কিন্তু ২০১১ সালে সরকার তাদের নিরাপত্তা বাহিনীর সাহায্যে রাজধানী মোগাদিসু থেকে হঠাতে সক্ষম হয়। এরপর সরাসরি আক্রমণ থেকে সরে এসে চোরাগোপ্তা হামলা চালাতে থাকে এই গোষ্ঠী।

২০১২ সালে সন্ত্রাসী সংগঠনটির নেতাদের একজন আল কায়েদার সঙ্গে যোগ দেওয়ার ঘোষণা দেন। আল-শাবাবের সদস্য সংখ্যা ১০ হাজারের কাছাকাছি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102