বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন

মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১০৪ এই পর্যন্ত দেখেছেন

দেশের বেশিরভাগ জায়গায় আজ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হওয়ায় উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় একটি লঘু চাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে এই বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে , ময়মনসিংহ, খুলনা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এবং ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে যে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অনেকটা কমে আসবে। আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের অধিকাংশ জায়গায় বিস্তার লাভ করতে পারে। এর ফলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102