শুক্রবার (৯ জুন ) রাতে পঞ্চগড় জেলার সদর উপজেলায় সাড়ে নয়মাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী শরিফুল ইসলাম (২৬) এবং শেখ ফরিদ( ৩০) নামে দুই পথচারী নিহত হয়েছেন।তারা সম্পর্কে একে অপরের চাচাত ভাই বলে জানা যায়। নিহত শেখ ফরিদ ও শরিফুলের
বাড়ি তেতুলিয়ার শালবাহান হাগুড়াগছ এলাকায়।
স্থানীয়রা ও পুলিশ জানায়, রাতে পঞ্চগড় সড়কে সাড়ে ৯ মাইল যাওয়ার পথে ওই এলাকায় মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় ২টি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিহতদের পরিচয় শনাক্ত করেন। পরে পিবিআই সদস্য ও তদন্ত টিম মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
স্থানীয়দের অভিমত, ওই স্থানে সড়ক নির্মান কাজের বালু ও ভাঙ্গা পাথর রাখায় এ দুর্ঘটনা ঘটতে পারে।
এব্যাপারে তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান নিহত শরিফুল ইসলাম এবং শেখ ফরিদ পরিচয় শনাক্তের পর তার পরিবারকে খবর দেয়া হয়।