টেলিফোনে আমার কণ্ঠ তোমায় জ্বালাবে না ভুলেও কখনো ফের।
উৎপাত করবে না তোমায় আর কখনো আমার কোনো মেসেঝ।
শান্তি পাবে তো তুমি?
আমায় নিয়ে তোমার সব কণ্টকিত স্মৃতি কালের অতিবাহনে
এক সুরভিত ফুল হয়ে উঠবে ধীরে তোমার নতুন কাননে।
খুশি হবে তো তুমি?
তোমার কাছে নিলীন হয়ে যাবে আমার অস্তিত্ব; অভিন্ন বন্ধুরা
কোনোদিন উচ্চারণ করিবে না নামটি আমার তোমার সমুখে।
বেঁচে যাবে তো তুমি?
আর কোনোদিন এ ধরায় আমার কোনো স্মৃতি জ্বালাবে না তোমায়।
তোমার লালিত বলয়ে কখনো পড়বে না আর এই পদদ্বয়।
স্বস্তি পাবে তো তুমি?
কোনো বাসন্তী সমীরণ, কোনো পুলকিত সায়াহ্ন, কোনো পূর্ণিমার
মাধবী রজনী নিভৃতে নীরবে আমার কথা শোনাবে না তোমায়।
সুখে রবে তো তুমি?