কত কথা, কত আশা, কত স্বপ্ন সব নিয়েই মিলার জীবন।
বৃষ্টির ঝর্ণা ধারায় ভিজে ভিজে রঙ্গিন আলিঙ্গন।
ছোট ছোট সুখ পেলেই যার সুখ।
প্রতিবাদীর অহংকার যার মাঝে নেই এই হলো মিলা।
সে যে অবহেলা অনাদরেই
এখন পা রেখেছে যৌবনে।
আয়নায় নিজেকে আবিষ্কার করে,
ভাবে মনে মনে আমি তো এখনও আঁধারে।
আলোকে খুঁজে পেতে জানিনা কি করবো এই রং বাহারে।
আমি চুনো পুটি কিছুই নেই আমার।
হঠাৎ জীবন গেলো বদলে-
এলো যেনো ভালোবাসার
স্বপ্নের সেই সলতে।
জ্বলে উঠলো জীবন প্রদীপ
উচ্ছলতায় উচ্ছসিত মিলা পরম তৃপ্তির ঢেকুর তুলে।
বছর ঘুরতে না ঘুরতেই
প্রেমের বাঁধনে চির ধরলো।
জীবন পরিপূর্ণ হয় কিসে তা মিলার ভাবনায় অন্ধকার।
অবহেলা, অনাদর তার জীবন সাথী ফিরে এলো
নিরাশার বুকে।
মিথ্যে ভালোবাসায় , লম্পট মানুষ যার ঘরে তার আবার কিসের ঘর?
যেখানে শুধু ছলচাতুরী , মিথ্যার আশ্রয়।
শান্তির পরশ খুঁজে বেড়ায় যত্রতত্র?
মিলার চলার পথ সবি মেকি এইতো জীবনের চিত্র।