শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন

বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষায় কাজ করছে সরকার

মো. শাহজাহান মিয়া
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৯৮ এই পর্যন্ত দেখেছেন

পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে বৃক্ষ রোপণ করতে আহ্বান জানিয়েছেন। আজ সোমবার বিশ্ব পরিবেশ দিবসে গণভবন প্রাঙ্গণে গাছের চারা রোপণ শেষে দেশবাসীর উদ্দেশে তিনি এ আহ্বান জানান।May be an image of 11 people, tree, dais and text that says 'বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৫ জুন ২০২৩) গণভবন প্রাঙ্গনে বিশ্ব পরিবেশ দবস পরিবেশ মেলা ২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা ২০২৩ এর উদ্বোধনী উপলক্ষ্যে বৃক্ষরোপণ করেন ইয়াসিন কবির জয়/ফোকাস নিউজ'

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করার পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। দেশকে রক্ষা করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা আমাদের কর্তব্য। কিভাবে আমাদের দেশটা আরও সুন্দর ও উন্নত হবে, সেদিকে লক্ষ্য রেখেই ব্যাপকভাবে কর্মসূচি পালন করা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, ১৯৮৪ সালে সিদ্ধান্ত নেওয়া হয় এবং ৮৫ সাল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্দেশ দেওয়া আছে যে, প্রতিবছর দলের পক্ষ থেকে নেতাকর্মীরা ১ আষাঢ় থেকে তিনটি করে গাছ লাগাবেন। তার মধ্যে একটা বনজ, ফলজ ও ঔষধি গাছ লাগানোর কথা বলা আছে। যেহেতু আজ বিশ্ব পরিবেশ দিবস, তাই দেশবাসীকে গাছ লাগানোর আহ্বান জানাই।

বিশ্ব পরিস্থতি নিয়ে তিনি বলেন, ‘আজ বিশ্বব্যাপী যে মূল্যস্ফীতি, প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, খাদ্যমূল্যের দাম বেড়ে গেছে। অনেক উন্নত দেশ যেখানে হিমশিম খাচ্ছে, আমাদের দেশের মানুষ যাতে তার থেকে রক্ষা পায়, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে।May be an image of 3 people and text that says 'பமயலமர் বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার জুন ২০২৩) গণভবন প্রাঙ্গনে বিশ্ব পরিবেশ পরিবেশ ২০২৩ 1 জাতীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর ারনিজের হাতে লাগানো লতা ফল দাড়িয়ে প্রধানমন্ত্রীর নিজের হাতে গাছের চালতা কুলের মোবাইল ফোনে দেখাচ্ছে উদ্বোধনী উপলক্ষ্যে বৃক্ষরোপণ করেন বৃক্ষরোপণ শেষে সালে মুজিববর্ষ দিবসে গণভবন ইয়াসিন কবির জয়ফোকাস বাংলা নিউজ'

এর আগে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা-২০২৩-এর উদ্বোধন উপলক্ষে গণভবন প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন শেখ হাসিনা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102