শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন

বিৃটেনে ১১ কোটি ১৭ লাখ পাউন্ডের লটারি বিজয়ী কে!

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৩৬ এই পর্যন্ত দেখেছেন

বিৃটেনে জীবন পাল্টে দেয়ার মতো লটারি জিতেছেন কেউ একজন। ইউরোমিলিয়ন্স লটারিতে কোনো এক ভাগ্যবান জিতেছেন ১১ কোটি ১৭ লাখ পাউন্ড পুরস্কার। এ রিপোর্ট লেখা পর্যন্ত সৌভাগ্যবান ওই ব্যক্তির নাম জানা যায়নি। বিৃটেনে তিনি হচ্ছেন এই পুরস্কার বিজয়ী ১৮তম ব্যক্তি। এই পুরস্কার জিতে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ অভিনেতা ডানিয়েল র‌্যাডক্লিফ (৯ কোটি ২০ লাখ পাউন্ড), গায়িকা দুয়া লিপা (৭ কোটি ৫০ লাখ পাউন্ড) এবং ফুটবলার হ্যারি কেইনের (৫ কোটি ১০ লাখ পাউন্ড) চেয়েও ধনী হবেন।

সানডে টাইমস রিচ লিস্টে এ কথা বলা হয়েছে। ন্যাশনাল লটারির একজন উপদেষ্টা সবাইকে টিকেট নম্বর মিলিয়ে দেখার অনুরোধ করেছেন। যদি মনে করেন নম্বর মিলে গেছে তাহলে অবিলম্বে অবিশ্বাস্য এই পুরস্কার দাবি করতে বলা হয়েছে। পুরস্কার বিজয়ী নম্বর হলো ০৩,১২,১৫,২৫ এবং ৪৩। এক্ষেত্রে লাকি স্টার হলো ১০ এবং ১১।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102