শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন

গয়েশ্বর চন্দ্র রায়

আর মার খাবো না, এবার প্রতিরোধ করবো

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৯৭ এই পর্যন্ত দেখেছেন

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা জিয়ার সৈনিক, আমরা যুদ্ধ করছি, আমরা লড়াই করছি, আমরা পণ করি আর মার খাবো না। আমরা প্রতিরোধ করবো। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে রাজপথে নামলে এ সরকার টিকবে না। গণতন্ত্রের জয় হবেই হবে।

রবিবার (৪ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবদল সভপতি সুলতান সালাউদ্দীন টুকু, যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেলসহ আরো অনেকে।

গয়েশ্বর বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তাতেই শেষ নয়, তিনি পাকিস্তানিদের বিতাড়িত করে বাংলাদেশের পতাকা আমাদের ফিরিয়ে দিয়েছিলেন। একটি জাতিকে স্বয়ংসম্পূর্ণ করা, আত্মনির্ভরশীল করা ও সামনের দিকে এগিয়ে নেয়ার যে প্রয়াস, তা করেছিলেন জিয়াউর রহমান। এ কারণে তার আদশ ধারন করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা জনগণকে শত্রু মনে করে বলেই দেশে সুষ্ঠু নির্বাচন দেন না। সবার এক কথা, এই সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচন। এই লক্ষ্যে আমাদের মধ্যে বিভেদ নেই। গুম-খুন প্রতিরোধে ঘুরে দাঁড়াতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, আমরা গুম-খুনের এই অধ্যায় বন্ধ করতে চাই। এ বিষয়টি থাকুক আর আমরা কাজ করি, আমরা এটা চাই না। আর নয়। এ জন্য আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। পলায়নের মনোবৃত্তি চলবে না।

সরকারের পতন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের সুবিধাভোগী ছাড়া, আসুন আমরা ছোট-বড় সব শক্তি একত্রিত হয়ে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করি। আমাদের কথা আর জনগণের কথার মধ্যে একটি মিল রয়েছে। আমরা এটা করি, এটাই জনগণ চায়।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102