শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন

গত অর্থবছরে

বিমান লাভ করেছে ৪৩৬ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, বিমান বহরে নতুন বিমান সংযোজনের ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং বিমান গত অর্থ বৎসরে (২০২১-২০২২) সর্বমোট ৪৩৬ কোটি টাকা মুনাফা করেছে।

রবিবার (৪ জুন) জাতীয় সংসদেএমপি কাজিম উদ্দিন আহম্মেদের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ২০২৩ সাল থেকে জাপানের নারিতা অপারেশন শুরু করবে এবং চেন্নাই ও মালে অপারেশন শুরু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, আগামী অর্থ বৎসরে নিউইয়র্ক অপারেশন করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এক্ষেত্রে নতুন রুট পরিচালনার জন্য বিমানের অতিরিক্ত উড়োজাহাজ সংযোজনের প্রয়োজনীয়তা রয়েছে। নতুন উড়োজাহাজ সংযোজনের ফলে নতুন নতুন রুট পরিচালনার মাধ্যমে লাভের ধারা অব্যাহত রাখা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102