শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

বাস্তবায়ন করতে পারবো বলেই বড় বাজেট দিয়েছি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৮৭ এই পর্যন্ত দেখেছেন

বাস্তবায়ন করতে পারবো বলেই বড়ো বাজেট দিয়েছি। যারা সমালোচনা করছেন, তাদের অভ্যাসই সমালোচনা করা। দেশ ও মানুষের স্বার্থে গড়ে ওঠা আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩ জুন) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগের প্রতি বিএনপি নেতাদের বিষোদ্গার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ভোটচুরি করে। তাই তারা সবাইকে নিজেদের মতো চোর ভাবে।

এ সময় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ও বিএনপিকে লক্ষ্য করে শেখ হাসিনা বলেন, ভোট যারা চুরি করে। ভোট নিয়ে যারা চিরদিন খেলছে। জনগণের ভাগ্য নিয়ে যারা খেলছে। আমি তাদের বলবো যে, ওই সন্ত্রাসী দলের দিকে নজর দেন। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়েছে। এই সন্ত্রাসী আর দূর্নীতির দায়ে সেই আমেরিকায়ই তারেক জিয়াকে ভিসা দেয়নি। এখন সেই বিএনপি আবার আমেরিকার কাছে ধর্না দেয়।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102