গ্যাস আমদানির মাধ্যমে দ্রুতই লোডশেডিংয়ের সমাধান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩ জুন) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় কয়লা কিনতে সমস্যা হচ্ছে। কোথাও পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পেয়ে অভ্যস্ত দেশের মানুষ। তাই হঠাৎ লোডশেডিংয়ের কারণে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।
নিউজ/এম.এস.এম