আওয়ামী লীগ সরকারকে বিএনপি রাজনৈতিক প্রতিপক্ষ ভাবে না, তারা সবসময় আওয়ামী লীগ কে শত্রু ভাবে। তারা সরকারকে কখনোই ভাল পরামর্শ দেয় না। সরকারের বিরুদ্ধে সবসময়ই নেতিবাচক প্রচারণায় লিপ্ত।
আজ শনিবার (৩ জুন) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, অর্থ বিষয়ক সম্পাদক ওআশিকা আয়েশা খান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, উপপ্রচার সম্পাদক আব্দুল আউয়াল শামীম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মুন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাজেট সহ সরকারি নানা বিষয় নিয়ে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে একটি মহল। আমরা এই বাজেট বাস্তবায়ন করে নেতিবাচক প্রচারণার জবাব দেবো।
এ সময় তিনি দেশের নানা সংকট সহ আন্তর্জাতিক বিভিন্ন সংকট তুলে ধরেন।
নিউজ /এমএসএম