সম্প্রতি ”মৌলভী বাজার জেলার উন্নয়ন ও আমাদের করনীয়” শীর্ষক এক সেমিনার মৌলভী বাজারের একটি স্থানীয় রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। “মৌলভী বাজার সরকারী মেডিক্যাল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই’ ওয়ার্লড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপ এই সেমিনারের আয়োজন করে।
আয়োজিত এই সেমিনারে মৌলভী বাজারের জেলা প্রশাসক ড, উর্মি বিনতে সালামের সভাপতিত্বে এবং অনুষ্ঠানের সমন্বয়ক কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। সেমিনারে বক্তারা মৌলভী বাজারে সরকারী মেডিক্যাল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও মনু নদীর উপর বিকল্প সেতু নির্মানের দাবি জানান।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তাঁর বক্তব্যে তাদের দাবিগুলো পূরণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন “আমাদের অনেক তালিকা রয়েছে, আমি অচিরেই এ ব্যাপারে পদক্ষেপ নেবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে মৌলভী বাজারের উন্নয়নের উন্নয়নের জন্য ১০ দফা দাবি সহ বিভিন্ন দাবি দাওয়া লিখিত বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন অনুষ্ঠানের সমন্বয়ক মোহাম্মদ মকিস মনসুর।
এরপর অনুষ্ঠিত হয় বিশিষ্ট সাংবাদিক ও লেখক দেওয়ান ফয়সলের ওয়েলস বাংলাদেশী কমিউনিটির উপর লেখা সদ্য প্রকাশিত প্রথম বাংলা বই ”রূপসী ওয়েলসের কোলে ছোট্ট এক বাংলাদেশ” এর মোড়ক উন্মোচন। উক্ত বইটি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে প্রদান করেন কমিউনিটি নেতা সাংবাদিক মকিস মনসুর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিদেরকে একটি করে বই সৌজন্য সংখ্যা হিসেবে প্রদান করা হয়।
উল্লেখ্য যে, গত ২৩ আগষ্ট উক্ত বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় সাউথ ওয়েলসের কার্ডিফ শহরের ’সিটি হলে’র কাউন্সিল চেম্বারে। এই বই প্রকাশিত হবার পর ”ওয়েলস তামিল সানগাম’ সংগঠন এর উদ্যোগে বাৎসরিক দেওয়ালী এবং ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ওয়েলস মিলেনিয়াম সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা করেন নাটারাজান। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কার্ডিফের রাইট অনারেবল দ্যা লর্ড মেয়র কাউন্সিলার গ্রাহাম হিনচি এবং লেডি মেয়রেস আন হিনচি, সাউথ গ্লামারগানের এইচ এম লর্ড লেফটেনান্ট এম এস মরফড মেরিডিথ, জেইন হাট এম এস মিনিষ্টার ফর জাষ্টিস, ওয়েলসের তামিল কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বার্ষিক দিওয়ালী এবং সাউথ এশিয়ান ওয়েলসম্যান আয়োজিত এচিভমেন্ট এওয়ার্ড ২০২২ প্রদান করা হয় বিভিন্ন কমিউনিটিতে যারা বিশেষ অবদান রাখেন তাদেরকে। হরাইজন মেনস ফিল্ড প্রজেক্ট উক্ত এ ওয়ার্ড অনুষ্ঠানের স্পন্সর করে। ওয়েলস বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে “রূপসী ওয়েলসের কোলে ছোট্ট এক বাংলাদেশ” বই এর লেখক দেওয়ান ফয়সলকে কমিউনিটির জন্য প্রথম বাংলা ভাষায় এই বইটি লেখার জন্য তাকে বিশেষ এওয়ার্ড প্রদান করা হয়।