জ্যৈষ্ঠের গরমে বিপর্যস্ত জনজীবন। সূর্য ওঠার পর থেকেই বাড়তে থাকে তাপমাত্রা; সময়ের সঙ্গে সঙ্গে যা হয়ে ওঠে অসহনীয়। গরমের ত্রাহি দশার মধ্যে বৃষ্টি স্বস্তি হয়ে ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস বলছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
একই সঙ্গে চট্টগ্রাম, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলাসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
নিউজ /এমএসএম