রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

বাইডেন-এরদোয়ান ফোনালাপ

এফ-১৬ ও সুইডেনে ন্যাটোর সদস্য পদ নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৮১ এই পর্যন্ত দেখেছেন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনে জয়ের পর এরদোয়ানকে অভিনন্দন জানাতে সোমবার ফোন করেছিলেন বাইডেন। এ সময় তাঁদের মধ্যে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় সুইডেনের সদস্য হওয়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাইডেন।

এরদোয়ান যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান কিনতে চান। এই আগ্রহের কথা তিনি বাইডেনকে বলেছেন। তবে বাইডেন তাঁকে পাল্টা শর্ত দিয়েছেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হতে সুইডেনের আবেদনে আপত্তি জানিয়ে আসছে তুরস্ক। বাইডেন চান এই আপত্তি তুলে নেবেন এরদোয়ান।

হোয়াইট হাউসে সাংবাদিকদের বাইডেন বলেন, আমি এরদোয়ানের সঙ্গে কথা বলেছি। আমি এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছি। তিনি এখনও এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে কিছু কাজ করতে চান। আমি তাঁকে বলেছি, আমরা সুইডেনের সঙ্গে একটি চুক্তি চাই। আসুন, একসঙ্গে এটা করা যাক। এটা নিয়ে আমরা একে অপরের সঙ্গে আবার যোগাযোগ করব।

এদিকে বাইডেনের সঙ্গে ফোনালাপের বিষয়ে এরদোয়ানের দপ্তর এক বিবৃতিতে বলেছে, দ্বিপক্ষীয় বিষয়ে সহযোগিতার বিষয়গুলো আরও গভীর করতে সম্মত হয়েছেন দুই নেতা। দ্বিপক্ষীয় এ সম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবর রয়টার্সের।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102