পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায় পঞ্চগড়ের
জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে মঙ্গলবার (৩০ মে) এসআই মোঃ মিজানুর রহমান এর নের্তৃত্বে এএসআই নয়ন দেবনাথ, এএসআই ওমর ফারুক ও সঙ্গীয় ফোর্সসহ দেবীগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ পিচ টেপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, দেবীগঞ্জ থানাধীন ০১ নং চিলাহাটি ইউনিয়নের তেলিপাড়া গ্রামস্থ ভাউলাগঞ্জ আশা অফিসের সামনে ভাউলাগঞ্জ তিন রাস্তার মোড় হইতে তেলিপাড়া গামী পাকা রাস্তার উপর আসামী মোঃ সুলতান হোসেন (৪০),পিতা- মোঃ শাহাজল, সাং- পূর্ব ভাউলাগঞ্জ, থানা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড়কে ১০০ (একশত) পিচ মাদকদ্রব্য টেপেন্টাডল ট্যাবলেটসহ মঙ্গলবার রাত ১০ঃ৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।
এ বিষয়ে এসআই মোঃ মিজানুর রহমান বাদী হয়ে দেবীগঞ্জ থানায় এজাহার দায়ের করিলে দেবীগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।