মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

অর্জুনের বিশেষ ছবি প্রকাশ করলেন মালাইকা

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৫৩ এই পর্যন্ত দেখেছেন

শরীরে কোনো পোশাকের দেখা নেই। একটি বালিশ দিয়ে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করেছেন। এমন অবস্থায়ই সোফায় আরাম করে শুয়ে আছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর।

তার সেই মুহুর্তের ছবি ক্যামেরাবন্দী করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। শুধু ছবি তুলেই ক্ষান্ত থাকেননি। সেটি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, ‘আমার একান্ত অলস ছেলেটা’।

মালাইকার সেই ছবি পোস্ট করতেই হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা নানা রকমের মন্তব্য করছেন ছবিটিকে ঘিরে। যার অধিকাংশই নেতিবাচক।

কেউ লিখেছেন, ‘নিজের ছেলের কথা ভাবুন।’ কেউ প্রশ্ন তুলেছেন, ‘মালাইকা কিভাবে এই ছবিটা প্রকাশ করলেন?’ কেউ আবার ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছেন।

অর্জুন-মালাইকার সম্পর্কের খবর নতুন কিছু নয়। বহুদিন ধরেই প্রেম করছেন এই জুটি। বয়সে ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে প্রেমে বাধা আসেনি মালাইকার। বিভিন্ন সময়েই দুজনকে একসঙ্গে দেখা গেছে। নিন্দুকেরা তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা মন্তব্য করলেও এবার অর্জুনের খোলামেলা ছবি প্রকাশ করে তাদের সম্পর্কের গভীরতাও যেনো বুঝিয়ে দিলেন এই অভিনেত্রী।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102