মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনসহ (ওআইসি) আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃঢ় অঙ্গীকার গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২৮ মে) রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ওআইসি সেক্রেটারি জেনারেল হিসেইন ব্রাহিম তাহা। এসময় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় অঙ্গীকার দরকার।
নিউজ /এমএসএম