বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

সিলেটে

লিভার রোগ বিষয়ক সচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত

উৎফল বড়ুয়া
  • খবর আপডেট সময় : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উদ্যোগে ও জালালাবাদ লিভার ট্রাস্ট এর সহযোগিতায় শুক্রবার (২৬ মে) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে লিভার রোগ ও জনস্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির এবং লিভার রোগ প্রতিকার ও প্রতিরোধ বিষয় র‌্যা‌লি ও সেমিনার অনুষ্ঠিত হয়।

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন এর সভাপতিত্বে ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়ার সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেশনাল হেপাটোলজি ডিভিশনাল প্রধান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক অধ্যাপক ডা.মামুন আল মাহতাব (স্বপ্নীল)।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক নয়ন জ্যোতি চাকমা, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টাপ্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব গয়াছ মিয়া গিয়াস।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের উপদেষ্টা অধ্যাপক বরন চৌধুরী, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, সিলেট সদর খাদ্য গুদাম’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী, কাস্টমস এক্সেন্স এন্ড ভ্যাট সহকারী রাজস্ব অফিসার শান্তি ব্রত তালুকদার, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী রফিকুল ইসলাম, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা বরনময় চাকমা, বিশ্বনাথ উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মো: শাহেদুর রউফ, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহিদুল ইসলাম, দি সিলেট চেম্বার অফ কমার্স এর সদস্য এনামুল হক লিলু, ফাউন্ডেশন ৯১ এর সিমিন, মহানগর হাসপাতাল সিলেটের পরিচালক মাসুদ আহমেদ, জকিগঞ্জ হসপিটাল সিলেট এর চেয়ারম্যান সুয়েব লস্কর, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক আব্দুল আলীম আলম, সালমা আক্তার সুমি, লিটন বড়ুয়া, হাজেরা বেগম, দিলু বড়ুয়া, সেবু বড়ুয়া রোজিনা আলীম, তপতি বড়ুয়া, তাজিদুর রহমান, শিমুল বড়ুয়া প্রমুখ।

লিভার স্বাস্থ্য সচেতনতা মুলক র‌্যা‌লি সিলেট মহানগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে জেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102