বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন আ.লীগ-বিএনপি-জাপা নেতারা

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১১০ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) নেতারা বৈঠক বসেছেন। রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় ওই বৈঠক হচ্ছে।

বৃহস্পতিবার সকাল বেলা ১১টা ৫০ মিনিটে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে প্রধান তিন রাজনৈতিক দলের নেতাদের বৈঠকটি শুরু হয়।

বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এ আরাফাত।

বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। জাতীয় পার্টির পক্ষ থেকে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য মেজর রানা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102