বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন

রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.৯৬ বিলিয়ন ডলার

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১১৬ এই পর্যন্ত দেখেছেন

দুই সপ্তাহ পরে ফের বৈদেশিক ‍মুদ্রার সঞ্চিতি (রিজার্ভ) সামান্য কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার বলে বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন প্রকাশ করেছে।

এর আগে গত ৮ মে বাংলাদেশের রিজার্ভ ৩০ বিলিয়নের নিচে নেমে ৭ বছর পর হয়েছিল ২৯ দশমিক ৭ বিলিয়ন ডলার।

মূলত গত মার্চ-এপ্রিল দুই মাসের আমদানি দায় বাবদ ১ দশমিক ১ বিলিয়নের ‘আকু(এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন)’ পেমেন্ট দেয়ায় রিজার্ভ নেমেছিলো ৩০ বিলিয়ন এর নিচে। এরপর গত ১০ মে বাজেট সহায়তার অংশ হিসেবে বিশ্বব্যাংকের দেয়া ঋণের ৫০৭ মিলিয়ন ডলার যোগ হওয়ায় রিজার্ভ ফের ৩০ বিলিয়নের ওপরে উঠে।

বৃহস্পতিবার (২৫ মে) বৈদেশিক মুদ্রার সঞ্জিতির যে তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক, তাতে দেখা যায় বুধবার দিন শেষে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এপ্রিল শেষে দেশের রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে ছিলো ৪১ দশমিক ৮২ বিলিয়ন ডলার।

আমদানি দায় মেটাতে গিয়ে চলতি মে মাসের ২৪ দিনে রিজার্ভ থেকে কমেছে প্রায় এক বিলিয়ন (৯৯ কোটি ৬৪ লাখ) ডলার। ডলারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার দেশের আন্তঃব্যাংকে ডলারের দর উঠেছিল ১০৮ টাকা ৬৩ পয়সায় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে মোট ঋণপত্রের (এলসি) বিপরীতে পরিশোধ করা হয়েছে ৬২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের ২০২১-২২ এর চেয়ে ৮ দশমিক ১৫ শতাংশ কম।

এই হিসাবে গড়ে এখনো প্রতিমাসে ৬ দশমিক ২৪ বিলিয়ন ডলার পরিশোধ করা হচ্ছে আমদানি দায় পরিশোধ বাবদ। অপরদিকে, গত ১০ মাসে নতুন এলসি খোলা হয়েছে ৫৬ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের এই সময়ের চেয়ে ২৬ দশমিক ৮০ শতাংশ কম।

গত ১০ মাসে গড়ে নতুন এলসি খোলা হচ্ছে প্রতিমাসে ৫ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102